নামাজের সময় মেয়েদের চুল ছেড়ে রাখা যাবে কী?
প্রশ্ন : মেয়েদের জন্য ছালাতের সময় চুল ছেড়ে রাখা আবশ্যক কি? বের হয়ে যাওয়ার আশংকায় কেউ বেণী বেঁধে রাখতে পারবে কি?
উত্তর : ছালাতে মেয়েরা চুল বেণী বা খোপা করে রাখবে। কারণ মেয়েদের চুল সতরের অন্তর্ভুক্ত। যা ঢেকে রাখা ওয়াজিব। মেয়েদের চুল যাতে বাইরে বের হয়ে না যায় সেদিকে যেমন সতর্ক দৃষ্টি রাখবে, তেমনি তাদের চুলের খোপা যেন উটের কুঁজের মত উঁচু হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখবে [1]
উল্লেখ্য যে, ছালাতে চুল বাঁধা নিষেধের বিষয়টি পুরুষ মুছল্লীদের জন্য খাছ, নারীদের জন্য প্রযোজ্য নয়। হাফেয ইরাকী বলেন, এটি পুরুষের জন্য খাছ, মেয়েদের জন্য নয়। কেননা তাদের চুলও সতরের অন্তর্ভুক্ত, যা ছালাত অবস্থায় ঢেকে রাখা ওয়াজিব।
যদি সে বেণী বা খোপা খুলে দেয় এবং চুল ছড়িয়ে পড়ে ও তা বেরিয়ে যায়, তাহ’লে তার ছালাত বাতিল হয়ে যাবে [2] আলবানী রহ: বলেন, এটা প্রকাশ্য যে, সিজদাকালে চুল খুলে দেওয়ার নির্দেশ শুধুমাত্র পুরুষের জন্য খাছ, মহিলাদের জন্য নয় [3] অতএব নারীরা চুল বেণী/খোপা করে ছালাত আদায় করবে [4]
তথ্য সুত্র:
[1] ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৭/১২৭ আলবানী, সিলসিলাতুল হুদা ওয়ান নূর টেপ নং ৫৩৪ [2] নায়লুল আওত্বার ৩/২৩৬, ৩/২৩৭ [3] ছিফাতু ছালাতিন্নবী ১২৫ পৃ. [4] আত তাহরীক ১২/২০২২ প্রশ্ন নং ৮/৮৮

মন্তব্যসমূহ