রমজান মাসের এক বিশেষ আমল যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন

 

[সহীহ বুখারী শরীফ হাদিস নং ৫, অধ্যায় -১ ওহীর সূচনা]


আবদান (রঃ) ……… ও বিশর ইব্ন মুহাম্মদ (রঃ) …….. ইব্ন ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমযানে তিনি আরো বেশী দানশীল হতেন, যখন জিবরাঈল (আঃ) তাঁর সাথে সাক্ষাৎ করতেন। আর রমযানের প্রতি রাতেই জিবরাঈল (আঃ) তাঁর সাথে সাক্ষাৎ করতেন এবং তাঁরা পরস্পর কুরআন তেলওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ (সাঃ) রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন।


 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পৃথিবী, সূর্য, চাঁদ সম্পর্কে কোরআন ও বিজ্ঞান এর আলো

آپ کو کیسے معلوم کہ اللہ آپ سے ناراض ہے؟

قرآن کا چیلنج جدید سائنس اور قرآن پاک