কোরআন প্রেমী💖

 ᴥ একটা কোরআন প্রেমী মেয়ের কাহিনী..!!  


সবাই মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল!! 


একটা মেয়ে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত করতে খুব ভালোবাসতো!! 


সময় পেলেই সে কোরআন তেলাওয়াত করতো!? 


তার ব্যাগে সব সময় ছোট একটি কোরআন থাকতো! গাড়িতে বসেও সে কোরআন পরত!

তার কোরআন তিলাওয়াতে এতো মধুর ছিল, যে কোন পাষান ব্যক্তির মন গলে যেতো! 


রাতে যখন ঘুম ভাঙতো তখনোই কোরআন পরতে শুরু করতো! 

এক দিন মেয়েটি মারা যায় । তার মা আদরের মেয়েকে হাড়িয়ে পাগলের মত হয়ে যায়,!  


হটাৎ এক দিন রাতে তার মা মেয়েকে স্বপ্নে দেখে এবং তার ঘুম ভেঙে যায়, এবং তার মা তার রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়! তিনি ভয়ে সে ঘরে যায়নি পরের দিন সকালে মেয়েটির বাবা কে তিনি খবর টি জানালেন!! 


কিন্তু সে বিশ্বাস করে না, পরের দিন রাতে আবার মা সেই কান্নার আওয়াজ শুনতে পায়!! 


তার পর মেয়েটির বাবা কে ডাকেন! মেয়েটির বাবাও সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যান ! 


তার এই ঘটনা মসজিদের ইমাম সাহেব কে বলেন! ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য, ঐ মেয়ের বাসায় এক রাত থাকেন! 


রাত একটা বাজতে না বাজতেই সবাই সেই কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল অনেকে মিলে কান্না করতেছে, তখন ইমামা সাহেবও কেঁদে ফেললেন, আর বললেন এটা ফেরেশতাদের কান্নার আওয়াজ! মেয়েটি প্রতিদিন রাতেই এই সময় কোরআন তিলাওয়াত করতো! যা শুনতে ফেরেশতার এখানে আসত! এখন মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতিদিন রাতে এই সময়ে এসে কান্না করে...!!


রাসূল(সাঃ)বলেছেন কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চমর্যাদাসম্পূর্ণ ফেরেশতাদের সঙ্গী হবে...!!? 


 (সুনানে...... আবু দাউদ.... _ (১৪৫৪) 


আল্লাহ আমাদের সবাই কে এভাবে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন, ... আমিন 🤲🤲🤲

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পৃথিবী, সূর্য, চাঁদ সম্পর্কে কোরআন ও বিজ্ঞান এর আলো

آپ کو کیسے معلوم کہ اللہ آپ سے ناراض ہے؟

قرآن کا چیلنج جدید سائنس اور قرآن پاک