সূরা ফালাক বাংলা অনুবাদসহ




بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ


1. قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِۙ

2.مِنۡ شَرِّ مَا خَلَقَۙ

.3وَمِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ

4.وَمِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِى الۡعُقَدِۙ

5.وَمِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ

অর্থ:

১.বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
২.তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
৩.অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
৪.গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
৫. হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পৃথিবী, সূর্য, চাঁদ সম্পর্কে কোরআন ও বিজ্ঞান এর আলো

آپ کو کیسے معلوم کہ اللہ آپ سے ناراض ہے؟

قرآن کا چیلنج جدید سائنس اور قرآن پاک