নেকী বাড়ানোর দোয়া।






 #নেকী বাড়ানোর দোয়া:


🔘 আপনি 'সুরা ইখলাস' ১০ বার পড়ে জান্নাতের একটি বাড়ির মালিক হয়ে যান।

🔘তারপর 'লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ' পড়ে সেই বাড়িকে রত্ন ভান্ডার দিয়ে পরিপূর্ণ করে দেন।

🔘তারপর, 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম' পড়ে জান্নাতে খেজুর গাছ রোপণ করতে থাকেন।

ভাবতে থাকেন সেই খেজুরগুলো দিয়ে আপনি জান্নাতিদের মেহমানদারী করছেন।

অনুভব করে দেখেছেন???

এইভাব সারা দিন পড়তে পারেন আর জান্নাতের জন্য নেকী অর্জন করতে থাকেন।


#রেফারেন্স __

★★নবীজী (সাঃ)বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পাঠ করবে,জান্নাতে তার জন্য একটি ঘর বানানো হবে।"

(সহিহ জামে আস-সাগীরঃ৬৪৭২)


★★নবী (সঃ) বলেনঃ লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন।

[সহীহ বুখারী -১১/২১৩, সহীহ

মুসলিম-৪/২০৭৬]


★★ যে ব্যক্তি 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম' পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে। 

[তিরমিযী-৫/৫১১,আল-হাকীম-১/৫০১]


আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন,


আমিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পৃথিবী, সূর্য, চাঁদ সম্পর্কে কোরআন ও বিজ্ঞান এর আলো

آپ کو کیسے معلوم کہ اللہ آپ سے ناراض ہے؟

قرآن کا چیلنج جدید سائنس اور قرآن پاک