পোস্টগুলি

বিশ্বনবীর শ্রেষ্ঠ বাণী -The best words of the Prophet

ছবি
বিশ্বনবীর শ্রেষ্ঠ বাণী- The best words of the Prophet #বাংলা ভাষা ও ইংরেজি ভাষায় প্রকাশ করা হলো: ১.বাংলা:আজ আমরা এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানাতে এসেছি বিশ্বের শ্রেষ্ঠ মানব :- #রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০টি ছোট হাদিস,যা আমাদের দুনিয়াতে সকল ক্ষেত্রে জীবনের লক্ষ্যে সফল হতে আর আল্লাহর রহম পেতে সাহায্য করবে। #খুবই_মূল্যবান_১০_টি_ছোট_হাদিসঃ ০১…যে ব্যক্তি নিষ্ঠার সাথে শ*হী*দি মৃ*ত্যু কামনা করে, আল্লাহ্‌ তাকে শ*হী*দদের মর্যাদায় পৌছিয়ে দিবেন,যদিও সে তার বিছানায় মৃ*ত্যু*বরণ করে।__📖(সহীহ মুসলিম,-৪৭৭৮) ০২…যখন কোন ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু'আ করে, তখন ফেরেশতাগণ বলেন: আমীন! এবং তোমার জন্যও অনুরুপ হবে।  __📖(সহীহ মুসলিম ও আবু দাউদ,হাদিস নং-১৫৩৪) ০৩…কোন ব্যক্তি মন্দ হওয়ার জন্য অশ্লীল বাক্যচারী ও কৃপণ হওয়াই যথেষ্ট।__📖(আহমাদ, মিশকাত হাদিস নং-৪৬৯৩) ০৪…যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়তুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না।__📖(সহীহ আল জামে,হাদিস নং-৬৪৬৪) ০৫.…যে ব্যক্তি অযু করে এবং অযুকে পুর্নাঙ্গরুপে সম্পন্ন ক...

সূরা মুলক রাতের বিশেষ আমল

ছবি
 1.(সুনানে আত-তিরমিজি ২৮৯১) "। প্রতি রাতে (রাতের যেকোনো সময়) সুরা মুলক তিলাওয়াত করা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। " 2.আত-তিরমিজি শরিফের ২৮৯২ নম্বর হাদিস অনুযায়ী, " রাসুলুল্লাহ (সা.) 'আলিফ লাম মিম তানজিলুল কিতাব' (সুরা আস-সাজদা) ও 'তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু' (সুরা মুলক) তিলাওয়াত না করে কোনো দিন ঘুমাতেন না!"                      Holyteach.com                         #নীচে_সূরা_মুলক_আরবি_এবং_বাংলা_অর্থসহ_দেয়া_হল: ১.تَبٰرَكَ الَّذِىۡ بِيَدِهِ الۡمُلۡكُ وَهُوَ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرُۙ‏-পূণ্যময় তিনি, যাঁর হাতে রাজত্ব। তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। ২.اۨلَّذِىۡ خَلَقَ الۡمَوۡتَ وَالۡحَيٰوةَ لِيَبۡلُوَكُمۡ اَيُّكُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ وَهُوَ الۡعَزِيۡزُ الۡغَفُوۡرُۙ‏-যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। ৩.الَّذِىۡ خَلَقَ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًا‌ ؕ مَا تَرٰى فِىۡ خَلۡقِ الرَّحۡ...